| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী হাফেজে কুরআন ৭৭ মেডিকেল শিক্ষার্থীকে সংবর্ধনা  


হাফেজে কুরআন ৭৭ মেডিকেল শিক্ষার্থীকে সংবর্ধনা  


রহমত নিউজ     29 September, 2024     01:13 PM    


দেশের বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত ৭৭ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে তাদের মধ্য থেকে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারও প্রদান করা হয়।

মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. এ. বি. এম. আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্মীয় আলোচক মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক ও  অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ এবং মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশের অন্যতম উপদেষ্টা ডা. হাফেজ রেজওয়ানুল হক প্রমূখ।

অনুষ্ঠানে আলোচকরা চিকিৎসকদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি মানসম্মত চিকিৎসা প্রদানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনাগুলো পূর্ণাঙ্গরূপে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে ফিকহুত তিব্ব বা মেডিকেল ফিকহের গুরুত্ব,  হাসপাতালে মুসলিম রোগীদের ইসলামি কনসেপ্ট-সহ নানা বিষয়ে আলোচনা হয়।

চিকিৎসকরা বলেন, কুরআন ও চিকিৎসা বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোরআন যথাযথভাবে অনুসরণ করলে এত সব নির্দেশনা পাওয়া যায়। 

অনুষ্ঠানে ইসলামী অনুশাসন অনুসরণে চিকিৎসা প্রদানের একটি রূপরেখাও তুলে ধরা হয়। এবং পূর্ণাঙ্গ জীবন বিধানের প্রবর্তক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা মেডিকেল পড়াশোনায় চির প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করা হয়।

এছাড়া একজন কোরআনের হাফেজ হিসেবে চিকিৎসা বিজ্ঞানের অধ্যয়নের পাশাপাশি কোরআনের সার্বজনীন শিক্ষা সবার নিকট পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা